নীল গাইয়ের সন্ধানে !!

আচ্ছা কেউ কি জানেন 'নীল গাইয়ের সন্ধানে ' গল্পটি কে লিখেছে, কোথায় পাওয়া যাবে? ছোটবেলায় ছয়নিকা বা সেরকম কোথাও পড়েছিলাম। গল্পটা ঠাকুরগাঁও, রাণীশংকৈল এলাকা নিয়ে ।ঐ অঞ্চলে একসময় নীল গাই পাওয়া যেত। লেখক ঢাকা থেকে নীল গাইয়ের খোঁজে ঠাকুরগাঁও গিয়েছিলেন। তখন ভাল রাস্তা ছিল না। যতদুর মনে পড়ে লেখক হ্যারিংবোন সড়কে খোলা জীপে ধুলি ধুসরিত হয়ে এস ডি ও'র বাংলোয় পৌঁছেছেন।
অনেকদিন ধরে খুঁজছি, কারো জানা থাকলে আওয়াজ দিবেন.....।
_____________
লেখক : নাজিম উদ্দীন , যুক্তরাস্ট্র প্রবাসী, প্রাক্তন সরকারী কর্মকর্তা।
নাজিম উদ্দীনের ব্লগ @সামহোয়্যারইন

৩টি মন্তব্য:

Unknown বলেছেন...

লেখকের নাম আবুল খায়ের মুসলেহ উদ্দিন

softpedia বলেছেন...

আবুল খায়ের মুসলেহউদ্দিন ছিলেন পুলিশের উর্ধতন কর্মকর্তা।

Unknown বলেছেন...

abul khari mosleh uddin late police igp